সিলেট৭১নিউজ ডেস্ক;: আজ ১৪ এপ্রিল পয়লা বৈশাখ, নতুন বাংলা বর্ষ। তাই ১৪২৮ বাংলা বর্ষকে বিদায় জানিয়ে ১৪২৯ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে সিলেটবাসী।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সিলেটসহ সারাদেশে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে সিলেটের পরিবেশ ছিল আনন্দমুখর।
পহেলা বৈশাখ বাঙালীর একটি সার্বজনীন লোকউৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।
১৪২৯ সালকে স্বাগত জানিয়ে বৈশাখের প্রথম দিন সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এসে শেষ হয়। এই আয়োজনের সহযোগিতা করেছে জেলা শিল্পকলা একাডেমি।
শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন শোভাযাত্রায়। এছাড়াও শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।
এদিকে সকাল ৯টায় সিলেট নগরের সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আনন্দলোকের শিক্ষার্থীদের উপস্থাপনার মধ্যে দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় সংঘঠনটি। আনন্দলোকের শিক্ষার্থীদের পাশাপাশি বেলা ১২টা পর্যন্ত বিভিন্ন সংগঠন সংগীত ও নৃত্য পরিবেশন করবে আনন্দলোকের এ মঞ্চে।
এছাড়া প্রতিবছরের মতো এবারও ব্লু-বার্ড স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান