সুনামগঞ্জ প্রতিনিধি;: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে বজ্রপাতে বাবা মুকুল খাঁ (৫০) ছেলে মাসুদ খাঁর (৭) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৭ টার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মাসুদ খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে জমিতে ধান কাটতে যান। মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনা স্থলেই মুকুল খাঁও তার ছেলে মাসুদ খাঁ মারা যান।
এ সময় বজ্রপাতে নিহত মুকুল খাঁর ছেলে রিমন খাঁ (১১) ও শ্যালক পুত্র তানভীর হোসেন(৭) আহত হওয়ায় চিকিৎসার জন্য দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা জেনাউর শাফি জানান সকালে কৃষি কাজ করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত দুই শিশুকে নিয়ে চিকিৎসার জন্য আমি আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে।
সিলেট৭১নিউজ/ইফতি রহমান