জৈন্তাপুর প্রতিনিধি;: সিলেট তামাবিল মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু করিচর ব্রীজ সংলগ্ন হেমু তিনপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরনে কালো পেন্ট, কালো জাঙ্গী, গায়ে নীল রঙের শার্ট ছিলো, নাক ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে নিহতের বাম হাত ও বাম পা ভাঙার মতো দেখা যায়। নিহতের গায়ে আর কোথাও আঘাতের চিহ্ন নেই। এটি সড়ক দুর্ঘটনা, না হত্যা কিছুই বলতে পারছে না পুলিশ। রিপোর্ট লোখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সকালে সিলেট তামাবিল মহাসড়কের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পরে থাকতে দেখে হাইওয়ে পুলিশ জৈন্তাপুর থানায় খবর দেন- মহাসড়কের পাশে একটি লাশ পড়ে আছে।
খবর পেয়ে সকাল ১১ টায় জৈন্তাপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।এখনই তা বলা যাচ্ছে না।
সিলেট৭১নিউজ/আইআর/এসসি