সিলেট৭১নিউজ ডেস্ক;: বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে বুলু মণ্ডল নামের এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১১ এপ্রিল) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা দায়রা জজ হাবিবা মণ্ডল এ রায় দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি জানান, তাকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত বুলু মণ্ডল কাহালু উপজেলার উলখার গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক।
২০০১ সালে বুলু মণ্ডলের সঙ্গে অফেলা খাতুনের বিয়ে হয়। সংসারে অভাব অনটনের কারণে কলহের জের ধরে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি বুলু তার স্ত্রীকে গলাটিপে হত্যা করেন। এর পর দিন নিহতের বড় ভাই একই গ্রামের আমীর আলী কাহালু থানায় অজ্ঞাত আসামির নামে হত্যা মামলা করেন। তদন্তে হত্যার ঘটনায় বুলু মণ্ডলের সম্পৃক্ততা উঠে আসে। ওই বছরের ৯ ফেব্রুয়ারি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন বুলু মণ্ডল।
রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এপিপি নাছিমুল করিম হলি।
সিলেট৭১নিউজ/আইআর/আরবি