সিলেট৭১নিউজ ডেস্ক;: টানা চারদিন পর ধর্মঘটের পর আজ থেকে খোলা হচ্ছে মাংসের দোকান। সোমবার(১১এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক।
মাংস ব্যবসায়ীরা জানান, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দেয়া হয়। কিন্তু মাংস ব্যবসায়ীরা যে দামে গরু, খাসি কিংবা ছাগল কেনেন, তাতে সিটি করপোরেশনের নির্ধারিত দামে বিক্রয় করা হলে লোকসান গুনতে হবে। বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলেও দেখবেন বলে জানান। পরে আর কোনো ব্যবস্থা নেননি। তাই গত ৭ এপ্রিল থেকে সিলেটের মাংস ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন।এরফলে চরম বিপাকে পড়ে ক্রেতারা।
এদিকে, মাংস নিয়ে চলা ধর্মঘট সমাধানে চারদিন পর বিষয়টি সমাধানে এগিয়ে আসে সিলেট সিটি করপোরেশন।
সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক বলেন,অন্যান্য জেলার সঙ্গে দাম সামঞ্জস্য করে দিতে সিসিক মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে মাংসের দোকান খোলা হচ্ছে। তবে মূল্য নির্ধারণ না হওয়ার আগ পর্যন্ত ক্ষতি হলেও ৬শ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করবো।
তিনি বলেন,মঙ্গলবার (১২ এপ্রিল) মাংস ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসে দাম নির্ধারণ করে দেবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
সিলেট৭১নিউজ/আইআর/জেবি