সিলেট৭১নিউজ ডেস্ক;: ‘সিনিয়র ও জুনিয়র’ দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন নাজিম আহমদ (২০)।এমন তথ্য জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) আজবার আলী শেখ।
তিনি বলেন, শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইটে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ছুরিকাহত তিনজনকেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনের চিকিৎসা চলছে।’
তিনি বলেন, ‘আহত ও হামলাকারীদের রাজনৈতিক পরিচয় মিলেনি।এদের আগ থেকে বিরোধ চলছিল।হামলাকারীদের একজন জেল খেটে কিছুদিন আগেই বের হয়েছে।’
আজবাহার আলী শেখ আর বলেন, ‘৯ জন যুবক মিলে নাজিমকে হত্যা করে। এরমধ্যে ৩ জনে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি।’
ছুরিকাঘাতে নিহত যুবক নাজিম আহমদ (২০)সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শেরপরশ এলাকার নুর মিয়ার ছেলে।পেশায় হোটেল শ্রমিক নাজিম সিলেট নগরীর দরগাহ মহল্লার ৭৪ নং বাসার ভাড়াটিয়া।
শনিবার রাত ১০ টার দিকে ওসমানী হাসপাতালের ৩নং ফটকের সামনে নাজিমসহ তিনজনকে ছুরিকাঘাত করা হয়।
সিলেট৭১নিউজ /আইআর/এসসি