সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট নগরীর ছড়ারপার ও মাছিমপুরে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে অ্যাসল্ট মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল করিম বাদি হয়ে অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে সিলেট৭১নিউজকে বলেন, ‘সরকারি কাজে বাধাদান ও পুলিশ আহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি, অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।’
এদিকে, সংঘর্ষের ঘটনায় সমঝোতার উদ্যোগ নিয়ে নগর ভবনে বৈঠকের আহ্বান করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট এলাকার দুই কাউন্সিলরসহ উভয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো সুরাহা না টেনে আরো সময় নেওয়া হয়েছে। ঘটনার মিমাংসায় উভয় পক্ষে ৫ জন করে প্রতিনিধি দেওয়া হয়েছে।শান্তিপূর্ণ সমাধানের স্বার্থে বিবদমান দুই এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনাকালে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালানোর ঘটনায় আমরা উভয়পক্ষের লোকজনের প্রতি নিন্দা জানিয়েছি। ঘটনার জন্য যারা দায়ি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিস্পত্তির লক্ষ্যে ৫ জন করে কমিটি করে দেওয়া হয়েছে।
বৈঠক শেষে নেতৃবৃন্দ বলেন, যারা হামলার ঘটনা ঘটিয়েছেন। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনা হবে। বিচার নিস্পত্তির আগ পর্যন্ত উভয় এলাকার লোকজনকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বুধবার রাতে নগরের ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলি বর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ আহতদের ২৩ জনকে ওসমানীতে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ৮ টা থেকে ১০ টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ছড়ারপাড় ও মাছিমপুর এলাকার লোকজন গুলিবর্ষণ, ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় মাছিমপুরের লোকজন সাবেক সিটি মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়েছে। হামলায় বাসার জানালার গ্লাস ও পার্কিংস্থলে রাখা গাড়ি ভাঙচুর করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সিটি করপোরেশনের ড্রেনের কাজ নিয়ে মাছিমপুর এলাকার জনৈক হান্নান মেম্বারের ছেলে অপি’র সঙ্গে ছড়ারপারের চাঁদ মিয়ার ছেলে সাহেদ ও অপর এক যুবক জুনেদের মোটরসাইকেলে আসা-যাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাটি ঘটে মঙ্গলবারে। বিষয়টি জানতে পেরে সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ও পাশ্ববর্তী ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ উভয় পক্ষকে শান্ত করে দু’এক দিনের মধ্যে সালিশ বৈঠকে বসে বিরোধ নিস্পত্তির উদ্যোগ নেন। এরই জের ধরে বুধবার (০৬ এপ্রিল) বিকেলে আবারো ছড়ারপাড় ও মাছিমপুরের দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে রাত পৌনে ৮টার দিকে ছড়ারপাড়ের কতিপয় যুবক ব্রিজে উঠে মাছিমপুরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।এর জবাবে মাছিমপুরের লোকজনও তাদের প্রতিহত করতে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
সিলেট৭১নিউজ /আইআর/এসসি