বিশ্বনাথ প্রতিনিধি;: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও তার পরিবারের বিরুদ্ধে সাজানো এসআই মামুনুর রশীদের সহায়তায় মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করা হয়েছে।
বুধবার (০৬ এপ্রিল) দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নিকট তার কার্যালয়ে এলাকাবাসী একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার অভিযোগকারীদের বক্তব্য শুনে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেছেন পালেরচক গ্রামের মাহবুবুর রহমান ও নূরে আলম। অভিযোগ প্রদানকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ বিশ্বনাথ থানার এসআই মামুনুর রশীদ পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লায়েক মিয়া ও তার ভাই সেজু মিয়ার বাড়ীতে আছিয়া বেগম নামীয় এক মহিলার গাছ কাটার ঘটনা তদন্তে যান। তদন্তকালে তিনি বাড়ি ঘুরে নতুন কোন গাছ কাটার চিহ্ন ও স্বাক্ষীপ্রমাণ পাননি। কিছুদিন পূর্বে লায়েকের চাচাতো ভাই যুক্তরাজ্য প্রবাসী এহিয়া মিয়া জোরপূর্বকভাবে রাতের আধারে কয়েকটি গাছ কেটে নিয়ে যান। এতে সেসময় থানায় একটি মামলাও দায়ের করা হয়। কিন্তু এসআই মামুন ঘটনার সত্যতা না পেয়ে ৩১ মার্চ একটি ঘটনা সাজিয়ে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৪৩/৪২৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/৩৪ ধারা মোতাবেক একটি মামলা রেকড করা হয় (বিশ্বনাথ থানার মামলা নং-০১, তাং-০১/০৪/২০২২ইং)।
মামলার বাদী সিলেট শহরে বসবাসকারী মৃত সাইদুর রহমানের স্ত্রী আছিয়া বেগম। তার ঘরের কাজের মেয়ে মামলার ১নং স্বাক্ষী রুনা বেগমকে মারপিট করে গুরুত্বর জখম করা হয়েছে মর্মে মাথায়, হাতে বেন্ডেজ করে মামলাটি রুজু করা হয়। অথচ ৩১মার্চ বাদী বিবাদীর বাড়িতে কোন কথা কাটাকাটিও ঘটেনি। মামলার স্বাক্ষী রুনা বেগমের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নিজামপুর গ্রামে। এই মহিলাকে দিয়ে ইতিপূর্বে যুক্তরাজ্য প্রবাসী এহিয়া মিয়া তার চাচাতো ভাই ও আত্মীয় স্বজনকে একাধিক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানী করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এসআই মামুন ১ এপ্রিল দিবাগত রাত আড়াইটার সময় শিক্ষক লায়েক মিয়া ও সেজু মিয়াকে গ্রেফতারের জন্য তার ঘরের দরজা ভেঙ্গে প্রবেশের চেষ্টা করেন । এতে পরিবারের বৃদ্ধা, মহিলা ও শিশুরা আতংকিত হয়ে পড়েন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার এসআই মামুন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পন্ন মিথ্যা। বাদী বিবাদীদের মধ্যে ভুসম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই মামলা রুজু হয়েছে।
সিলেট৭১নিউজ /আইআর