সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট নগরের ছড়ারপাড় ও মাছিমপুর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হামলা চালানো হয়ে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায়। এসময় কামরানপুত্র আরমান আহমদ শিপুলর গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা। সংঘর্ষে দুই এলাকারই একাধিক বাসায় হামলার ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (০৬ এপ্রিল) রাত আটটায় সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিন দিন আগে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে দুই পাড়ার কয়েকজন তরুণের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জের ধরে বুধবার রাত আটটার দিকে উভয় পাড়ার বাসিন্দারা দুই ভাগ হয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ছড়ারপাড় এলাকায় অবস্থিত সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসভবনেও ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়।
স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। এখনো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় এক বাসিন্দা দাবি করেন, সংঘর্ষ চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
সিলেট মহানগরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমরা এখন দুই পাড়ার মাঝামাঝি অবস্থান করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছেন।
সিলেট৭১নিউজ /আইআর/সিমি