শ্রীমঙ্গল প্রতিনিধি;: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন কলেজ ছাত্রসহ দু’জন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন তারা।রোববার(৩এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম বিরাইমপুরের সুরভিপাড়ায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নুরুন বেগমের ছেলে রায়হানের সাথে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পাশ্ববর্তী কলেজ ছাত্র নাহিদ ও তার বন্ধু জাভেদ বিরোধ নিষ্পত্তি করতে এগিয়ে গেলে রায়হান ক্ষেপে গিয়ে দু’জনকেই উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে সাথে এলাকাবাসী নাহিদ ও জাবেদকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হলে তাদেরকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই রায়হানকে ধরতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিলেট৭১নিউজ /আইআর/এসসি