গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি মনোনীত প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রোববার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপের দায়ে বিএনপি প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, আয়কর রিটার্ণ দাখিল না করায় জাতীয় পার্টির প্রার্থী মো. সুহেদ আহমদ এবং ‘ড’ ফরম পূরণ না করায় খেলাফত মজলিসের প্রার্থী আমিনুল ইসলাম আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়। খেলাফত মজলিসের প্রার্থী আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি এ বিষয়ে আপিল করবেন। ওই পৌরসভায় মেয়র পদে বাতিল হওয়া তিনজন ছাড়াও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক সিরাজুল জব্বার চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম রাবেল ও স্বতন্ত্র প্রার্থী আমিনুর রহমান রিপন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে তাদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ডিসেম্বরের ৫ ও ৬ তারিখ ছিল প্রার্থী যাচাই-বাছাইয়ের শেষ দিন তাই শনিবার ৬ কাউন্সিলর প্রার্থী ও আজ ৩ জন মেয়র প্রার্থী এবং ১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলার প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। এদিকে রিটার্নিং অফিসার আজিজুল ইসলাম জানান, আগামী তিন দিনের মধ্যে বাতিল হওয়া প্রার্থীগণ আপিল করার সুযোগ আছে।