গোয়াইনঘাট প্রতিনিধি;: সিলেটের অন্যতম পর্যটন খ্যাত গোয়াইনঘাট উপজেলায় চুরি-ছিনতাই রাজনৈতিক সহিংসতা সহ বিভিন্ন অপরাধ প্রবনতা ঠেকাতে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাইট ভিশন ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এই প্রথম আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিংবা অপরাধ প্রবণতা দূরীকরণে উপজেলার বিভিন্ন স্পটে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হচ্ছে। মঙ্গলবার (২৯মার্চ) গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে ৮টি নাইট ভিশন ক্যামেরা লাগানোর উদ্বোধন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম।
নাইট ভিশন ক্যামেরা লাগানো প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান’র সার্বিক সহযোগিতায় এবং থানা পুলিশের উদ্যোগে পর্যটন নগরীখ্যাত গোয়াইনঘাট উপজেলা সদরের জনগুরুত্বপূর্ণ মোড় এবং প্রধান প্রধান সড়কে নাইট ভিশন ক্যামেরা খুবই প্রয়োজন। কোনো দূর্ঘটনা ঘটে যাবার পর ক্যামেরায় ধারণকৃত দৃশ্য আমাদের তদন্তে সবচেয়ে বেশি সহযোগিতা করে।
সিসি ক্যামেরা লাগানোর কারণে অপরাধপ্রবণতা সিংহভাগ কমে আশার পাশাপাশি অপরাধের লাগাম টেনে ধরা আমাদের জন্য খুই সহজ হবে। এ চিন্তা মাথায় রেখে খুব শীগ্রই উপজেলাধীন সালুটিকর তদন্ত কেন্দ্রেরের পাশাপাশি জাফলং, বিছানাকান্দীসহ হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা হবে। উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা লাগানো হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, প্রতিটি সিসি ক্যামেরায় হাই রেজ্যুলেশন থাকায় ২৪ঘন্টার যে কোন সময়ে ঘটে যাওয়া ঘটনার সমাধানকল্পে অপরাধীর অপরাধ শনাক্তে কোন ঝামেলা পোহাতে হবেনা থানা পুলিশকে।
কেএম নজরুল ইসলাম গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পাঁচ দিনের মাতায় ডিজিটালাইজেশনের ছোঁয়া দিয়ে পর্যটন এলাকা গোয়াইনঘাটের দৃশ্যপটের আমূল-পরিবর্তনের সূচনা লগ্নেই উপজেলাবাসীর কাছে প্রশংসনীয় হয়ে উঠেছেন।
সিলেট৭১নিউজ /আইআর/জেবি