সিলেট৭১নিউজ ডেস্ক;: সিলেট জেলা বিএনপির সম্মেলন শেষে কাউন্সিল শুরু হয়েছে। এতে তিনপদের জন্য নেতা নির্বাচিত করতে ভোট প্রদান করছেন কাউন্সিলররা।
বেলা দেড়টা থেকে রেজিস্ট্রারি মাঠে সম্মেলন স্থলের পাশেই ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন পরিচালনা কমিটির পাশপাশি জাতীয়তাবাদি আইনজীবী সমিতির সদস্যরাও ভোট পরিচালনার দায়িত্বে রয়েছেন।
জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুল গাফ্ফার জানিয়েছেন কাউন্সিলে মোট ১৮১৮ জন ভোটার ভোট প্রয়োগ করবেন। আগে নারী ভোটাররা ভোট প্রদান করছেন।
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।
এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।
সিলেট৭১নিউজ /আইআর/সিটু