সিলেট৭১নিউজ ডেস্ক;: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিগগিরই পদ্মা সেতুতে যান চলাচল শুরু হবে।
মঙ্গলবার (২৯ মার্চ) শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা দূর হবে। উন্নয়ন হবে এসব এলাকার মানুষের। পরিবর্তন আসবে জীবনযাত্রায়।
প্রধানমন্ত্রী বলেন, আমি ক্ষমতায় আসার পর যখন জাপান যাই, তখন জাপান সরকারের কাছে পদ্মা ও রূপসা সেতু নির্মাণের জন্য অনুরোধ জানাই। তারা রাজি হয়ে ফিজিবিলিটি স্টাডি করে। পরবর্তীতে আমি ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর তারা সেটা বন্ধ করে দেয়।
তিনি বলেন, এরপর দ্বিতীয়বার যখন আবার ক্ষমতায় আসি, তখন পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করি। কিন্তু বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ সরবরাহ বন্ধ করে দেয়। পরবর্তীতে তা প্রমাণ করতে বলা হলে তারা তা প্রমাণ করতে পারেনি। কানাডার আদালতে মামলা হলে সেই মামলার রায়ে দুর্নীতি প্রমাণিত হয়নি। এরপর আমি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার চ্যালেঞ্জ গ্রহণ করি। আমরা চ্যালেঞ্জ নিয়ে সফল হয়েছি।
সিলেট৭১নিউজ /আইআর/আরবি