সিলেট৭১নিউজ ডেস্ক;: ‘স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই ইতিহাস বিকৃতি করেছে’— বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তার (ফখরুল) এ অভিযোগ চরম অসত্য, ভিত্তিহীন এবং ‘পাগলের প্রলাপ’ ছাড়া আর কিছুই নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার (২৮ মার্চ) সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনও ইতিহাস বিকৃতি করে না বরং প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরে বলেই বিএনপির গাত্রদাহের কারণ হয়।
তিনি বলেন, বিএনপি নেতারা তাদের চেয়ারপারসন জিয়াকে দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং দণ্ডিত পলাতক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বানানোর মতো ঘৃণ্য অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
বিএনপির হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইতিহাস কিছুই নিরাপদ নয় বলেও দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ইতিহাস চলে তার নিজস্ব গতিতে। এ চির সত্য বিএনপি নেতারা হয়তো জানে না, হাতের তালু দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল।
‘আওয়ামী লীগের সময় শেষ হয়ে এসেছে’— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সময় শেষ হয়ে আসেনি, সময় শেষ হয়ে এসেছে বিএনপি’র অপরাজনীতির।
তিনি বলেন, জনগণের আস্থায় এখন আর বিএনপি নেই, জনগণ এখন আর বিশ্বাস করে না হাঁটুভাঙা, পরাশ্রয়ী বিএনপি এ দেশের জন্য ভালো কিছু করতে পারবে।
নেতিবাচক রাজনীতির কারণে জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেও মন্তব্য ওবায়দুল কাদেরের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন, সাম্প্রতিককালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপিকে জনগণের প্রত্যাখ্যান এবং তাদের আন্দোলনের ডাকে সাড়া না দেওয়ায় বিষয়টি আরও পরিস্কার হয়ে গেছে।
‘স্বাধীনতার ৫০ বছরে আমরা কী পেলাম?’—বিএনপি মহাসচিবের এমন বক্তব্যে বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে মুক্তির অর্ধশতক পর যারা বলেন স্বাধীনতার ৫০ বছরে কী পেলাম, প্রকৃতপক্ষে তারাই স্বাধীনতাকে হৃদয়ে ধারণ করে না, চেতনায় ধারণ করে না, সে প্রশ্নই এখন চলে আসে?
সিলেট৭১নিউজ /আইআর/জেআর