আশফাক আহমদ,বাহরাইন প্রতিনিধি;: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে তালিমুল কোরআন বাহরাইন।
শনিবার (২৬ই মার্চ) দেশটির গোধাইবিয়া এলাকায় দারুন ঈমান হলে স্থানীয় সময় রাত ৮ ঘটিকায় নও মুসলিম যুবায়েরের কোরআন তেলাওয়াত ও শাহীন আহমদের দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠান সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার মঞ্জুর আহমেদ ও এনামুল হক সম্রাটের যৌথ সঞ্চালনায়
অনুষ্ঠানে স্বাধীনতা উপর আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার বদরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অব ডিরেক্টস এর
চেয়ারম্যান মুইজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাহরাইন বিএনপির একাংশের সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর তরফদার,বাংলাদেশ বিজনেস কমিউনিটির সদস্য সচিব মো.আলা উদ্দিন আহমেদ,বাংলাদেশ সোসাইটির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, জয়নাল আবেদীন সহ বাহররাইনে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আলহেরা শিল্পী গোষ্ঠীর বাহরাইনের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরিশেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সিলেট৭১নিউজ /আইআর