সিলেট৭১নিউজ ডেস্ক;: রাজধানীর ডেমরায় ডেমরা পুলিশ ফাঁড়ির অভিযানে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ মো. সৌরভ ওরফে সবুজ ওরফে কায়েস (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার রসুলনগরের জসিম মেম্বারের বাড়িসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ।
গ্রেফতারের সময় কায়েসের সহযোগী আরও দুজন পালিয়ে যান।
এ বিষয়ে শনিবার (২৬ মার্চ) রাতেই ডেমরা থানায় গ্রেফতার সৌরভের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় অসৎ উদ্দেশ্যে লাইসেন্সবিহীন অবৈধ বিদেশি অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার অপরাধে মামলা করা হয়েছে। সৌরভ নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
ডেমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সন্তোষ বালা বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৬ মার্চ) রাতে সারুলিয়াবাজার এলাকায় অবস্থানকালে জানতে পারি ২-৩ জন লোক অবৈধ অস্ত্র-গুলিসহ রসুলনগরে অবস্থান করছে। এ সময় ঘটনার আমরা সত্যতা যাচাই করে অভিযান পরিচালনা করে সৌরভকে গ্রেফতার করি। এ ঘটনায় সৌরভ পিস্তলের বৈধ কোনো কাগজপত্র দেখানোসহ সন্তোষজনক জবাব দিতে পারেনি বলেও জানান তিনি।
সিলেট৭১নিউজ /আইআর/জেআর