শাবিপ্রবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্পিকার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘অ্যা ডিসকাশন প্রোগ্রাম অন ব্রিটেন ডিউরিং দ্য টাইম অব ব্রিটিশ এম্পায়ার’ বিষয়ক সেমিনার সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সেমিনার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ডি এর ১২৯ নম্বর কক্ষে সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন শাবির ইংরেজী বিভাগের অধ্যাপক ড. মো.আলমগীর তৈমুর ও কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ব্রিটিশ নাগরিক ও লেখক মাইক শেরিফ।
সেমিনারে মাইক শেরিফ বলেন, বর্ণ, গোত্র, জাতির বা ধর্মের দিক দিয়ে মানবজাতিকে ভেদাভেদ করা ঠিক নয়। সমাজকে, সমাজের মানুষকে শাসন ও শোষণ থেকে দূরে রেখে সুন্দর সমাজ গড়ে তুলা দরকার।
এসময় তিনি তার পূর্বপুরুষ এইম শেরিফের সংগ্রামী জীবন কথা বলেন এবং নিজের লেখা বই ‘এইম শেরিফের জীবন’ সম্পর্কে শ্রোতাদের জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আলমগীর তৈমুর মাইক শেরিফের লেখা বইয়ের প্রশংসা করেন এবং উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বইয়ে লেখা কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করে আলোচনা করেন।
সেমিনারে স্পিকার্স ক্লাবের সভাপতি প্রবাল রায় চিন্ময়ের সভাপতিত্বে এবং ক্লাবের সদস্য ফায়েজ মুহাম্মদ ও ইসরাত জাহান স্পৃহার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সিলেটের সংস্কৃতিকর্মী এনামুল মনীর ও সিলেট টি এস্টেট শ্রমিকদের নেতা রাজা গোয়ালা, ক্লাবের সাবেক সভাপতি সায়েল আহমেদ, সাবেক সহ-সভাপতি আমিনা পারভীন তিশা, বর্তমান সাধারণ সম্পাদক জারিন তাসমিন, আহ্বায়ক মো. ওমর মেহরাব।
অনুষ্ঠানে শেষের দিকে মাইক শেরিফের লৈখা বই ‘এইমস শেরিফর জীবন’ ও ‘একটি ভিন্ন গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরপর উপস্থিত সকলকে নিয়ে ফটোসেশন পর্বের মাধ্যমে ওই সেমিনারের সমাপ্তি ঘোষণা করা হয়।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ও স্পিকার্স ক্লাবের সদস্যরা অংশ নেন।
এবিএ/২৫ মার্চ