সিলেট৭১নিউজ ডেস্ক;: শেরপুরের শ্রীবরদীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শেখবর আলী (৪৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার রানীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
জানা যায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সাথে মোফাজ্জল হোসেনের ছেলে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে ২২ মার্চ মঙ্গলবার প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর আলী।
এরই প্রেক্ষিতে ২৩ মার্চ বুধবার সন্ধ্যায় শ্রীবর্দী থানার এসআই ওয়ারেজ যান ঘটনাস্থল পরিদর্শনে যান। পুলিশ দুপক্ষকে শান্ত করে ঘটনাস্থল ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যে প্রতিপক্ষ জিকোসহ ৪/৫ জন অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শেখবর আলী গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় শেখবরের ছোট ভাই মাহফুজ ও প্রতিবেশী শরাফত। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
এরা হলো, জজ মিয়া (৫০), পারুল বেগম (৩৫) ও আছেনা বেগম (৩০)।
পরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলেছে জিডি করার ধৃষ্ঠতার কারণেই প্রভাবশালিরা এই হত্যার ঘটনা ঘটিয়েছে।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মামলা হয়েছে। ব্যবস্থা নেয়া হচ্ছে।
সিলেট৭১নিউজ /আইআর/বিডিপি