বিনোদন ডেস্ক;: সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে বৃহস্পতিবার (২৪ মার্চ) ২৯তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৮ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার এই অভিযান যেন থামার নয়। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে প্রতি মুহূর্তে বোমাবর্ষণ হচ্ছে। ফসফরাস বোমা ব্যবহারেরও অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এতে ক্ষতবিক্ষত দেশটির অনেকাংশ।
এর আগেও সেদেশের সাহায্যে হাত বাড়িয়েছিলেন ভারতীয় সিনেমার অনেক কলাকুশলীরা। কিন্তু এবার ঘটেছে এক অন্যরকম ঘটনা, অভিনেতা রামচরণকে প্রশংসায় ভরিয়ে দিলেন ইউক্রেনের নাগরিক তথা সামরিক সদস্য।
সেই ব্যক্তি ভিডিওর মাধ্যমেই রামচরণের মানবিকতাকে কুর্নিশ জানিয়েছেন। বলেন, আমার নাম রাস্টি। রামচরণ যখন ইউক্রেনে শুটিং করেছিলেন আমি তার দেহরক্ষী ছিলাম। সেই সম্পর্ককে মাথায় রেখেই দেশের দুর্দিনে খোঁজ নিয়েছেন ভারতীয় অভিনেতা। নিজে থেকেই যোগাযোগ করেন, জিজ্ঞেস করেন রাস্টি তুমি ঠিক আছো? পরিবারের সবাই কেমন আছে? সঙ্গে আরও বলেন তোমার পরিবারের জন্য আমি যদি কিছু করতে পারি তবে খুশি হব। উত্তরে রাস্টি জানান, সে সামরিক বাহিনীতে যোগদান করেছে। পরমুহূর্তেই রাস্টির পরিবারের উদ্দেশ্যে অর্থ সহায়তা পাঠান রামচরণ। আর তাতে বেজায় খুশি ইউক্রেনের সেই পরিবার। আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে রাস্টি বলেন, আপনার সাহায্যে এখন পরিস্থিতি অনেকটা ভাল। তবে যুদ্ধ শেষ হয়নি, নিজেদের ঘর পরিবারকে রক্ষা করতে আমরা তৎপর।
সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস
সিলেট৭১নিউজ /আইআর/বিডিপি