সিলেট৭১নিউজ ডেস্ক;: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক ও তার সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) এবং তার সহকারী একই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।
স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী প্রিমিয়ার সিমেন্ট বহনকারী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে বিকল হওয়ায় সেটিকে রাস্তার একপাশে দাঁড় করিয়ে রাখা হয়। পিছন দিক থেকে আসা মামুন মটরস নামের একটি সিমেন্ট বহনকারী মিনি ট্রাক ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী নিহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ দারা খাঁন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মেহেরপুর ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে ট্রাকের সামনের অংশ কেটে চালক ও তার সহকারীর লাশ উদ্ধার করেছে।
তিনি আরো জানান, ট্রাকের চালকের চোখে ঘুমের ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে।
সিলেট৭১নিউজ /আইআর/নদি