সিলেট৭১নিউজ ডেস্ক;: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগরের মৌলভি শীল এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি আইস উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২২ মার্চ) রাতে ডিএনসির বিশেষ জোনের একটি টিম অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে।
টেকনাফ উখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে তাদের একটি টিম বঙ্গোপসাগরের মৌলভির শীল এলাকায় অবস্থান নেয়।
এ সময় সেন্টমার্টিনের পূর্ব উপকূলের দিকে একটি ফিশিং ট্রলার আসার চেষ্টা করলে ধাওয়া দেওয়া হয়। ফিশিং ট্রলারে থাকা মাদক পাচারকারীরা ট্রলারটি ফেলে উপকূলের দিকে পালিয়ে যায়। ট্রলার তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা এবং ১ কেজি আইস উদ্ধার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত ইয়াবা, আইস ও ফিশিং ট্রলারের আনুমানিক মূল্য ৮ কোটি ৫ লাখ টাকা। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল জানিয়ে সিরাজুল মোস্তফা বলেন,মাদক পাচারে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
সিলেট৭১নিউজ /আইআর/বিডিপি