অনলাইন ডেস্ক;: ইউক্রেনের আকাশসীমায় রুশ বাহিনীর যুদ্ধবিমানের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইউক্রেনের এয়ারফোর্স কমান্ডার জানিয়েছেন, এ উপস্থিতি গত ২৪ ঘণ্টায় বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আকাশসীমায় মনুষ্যবিহীন অনেক আকাশযান ব্যবহারের পাশাপাশি বোমারু বিমান, হামলা ও যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের ব্যবহার হচ্ছে।
আরও বলা হয়েছে, সোমবার (২১ মার্চ) ইউক্রেন রাশিয়ার একটি বিমান, দুটি হেলিকপ্টার এবং ছয়টি ড্রোন ধ্বংস করেছে। তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করেনি।
এর আগে সোমবার (২১ মার্চ) প্রকাশিত এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশের বাহিনী রাশিয়াকে উপসাগর থেকে অনেক দূরে রাখতে সক্ষম হয়েছে। রুশ বাহিনী ‘ধীরে ধীরে’ অগ্রসর হওয়ার চেষ্টা করছে আর তাদের প্রচেষ্টাকে এখনও পর্যন্ত ‘প্রতিহত’ করেছে আমাদের বাহিনী।
রুশ বাহিনীকে তারা ‘দমিয়ে দিতে’ সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চলে রাশিয়ার আরেকটি বিমান ভূপাতিত করেছে।
রাশিয়ার যুদ্ধবিমানের পাইলটদের কথা বলতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তাদের অবশ্যই হৃদয়ের পরিবর্তে শূন্যতা রয়েছে। একটি আত্মার পরিবর্তে। সব কিছুর পরিবর্তে, যা মানুষকে মানুষ করে।’
এদিকে সোমবার (২১ মার্চ) ইউক্রেনের মারিওপোল শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের প্রস্তাব দেয় মস্কো। কিন্তু তা প্রত্যাখ্যান করে কিয়েভ বলে, শেষ সৈন্য বেঁচে থাকা পর্যন্ত লড়াই চলবে।
শহরটিতে তাদের পরাজয় হলে সেটি হবে রাশিয়ার জন্য কৌশলগত বিজয়। সেখান থেকে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগ করতে পারবেন রুশ সেনারা। মারিওপোলে আটকেপড়া বাসিন্দারা বলছেন, তাদের শহরটি এখন কার্যত পৃথিবীর বুকে এক নরক।
উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয়। আজ ২৭তম দিনে গড়িয়েছে এ যুদ্ধ।
সিলেট৭১নিউজ /আইআর/জেআর