সিলেট৭১নিউজ ডেস্ক;: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বছর পর একটি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ হত্যাকাণ্ডে জড়িত মো. ইলিয়াছ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২১ সালের ৫ মার্চ রাতে চর এলাহী ইউনিয়নে মকবুল নামে একজন খুন হন। পরদিন ৬ মার্চ অজ্ঞাতনামাদের আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘদিন রহস্যাবৃত থাকা এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।
সোমবার (২১ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো.সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মো. ইলিয়াছ উপজেলার চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাকের হোসেনের ছেলে। রোববার (২০ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইলিয়াছ জিজ্ঞাসাবাদে ডিবিকে জানায় ২০২১ সালের ৫ মার্চ রাত ১০ টার দিকে জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে ভিকটিম মকবুলকে পূর্বপরিকল্পিতভাবে ইলিয়াছসহ অপরাপর চারজন মিলে হত্যা করে। ঘটনার দিন রাতে মকবুল বাড়িতে একা ছিল। আসামিরা এ সময়ে মকবুলকে হত্যা করার পরিকল্পনা করে। বাড়িতে একা থাকায় আসামিরা তাকে খুন করা সহজ হবে বলে মনে করে। ইলিয়াছ ভিকটিমকে মামা বলে ডাকত। সে সুবাদে অন্য আসামিরা ভিকটিমকে ডেকে আনার দায়িত্ব ইলিয়াছকে দেয়। পরে স্থানীয় চর এলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লার দোকান থেকে মকবুলকে ডেকে এনে বেধড়ক পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর দিন সকালে আসামি ইলিয়াছ নিজেই মকবুলের লাশ দেখতে যায়। পরবর্তীতে সে আত্মগোপন করে এবং চট্রগ্রামে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে রোববার আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় এ ঘটনায় আরও চারজনের সম্পৃক্ত থাকার বর্ণনা দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।
সিলেট৭১নিউজ /আইআর/আরবি