শাবি প্রতিনিধি:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ মার্চ) বেলা ১১টায় একাডেমিক ভবন ‘ডি’ এর ১০০৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠান শুরু হয়।
এসময় বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, আবৃতি ও নানা কর্মকাণ্ডে অনুষ্ঠান ছিল মুখরিত।
এসময় উপস্থিত ছিলেন- নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া, অধ্যাপক নূর মোহাম্মদ মজুমদার, অধ্যাপক মোখলেসুর রহমান, সহযোগী অধ্যাপক ড. চৌধুরী ফারহানা ঝুমা, সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশাস, করিমা বেগম, ড. শাহজাহান মিয়া, জাভেদ কায়সার ইবনে রহমান, ড. মঞ্জুর উল হায়দার, সেলিম মিয়া, প্রভাষক নাবিলা কাউসার, সুবর্ণা নন্দী মজুমদার প্রমুখ।
২৬ তম ব্যাচকে অভিনন্দন জানিয়ে নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আ ফ ম জাকারিয়া বলেন, ২৬ জেলা থেকে জড়ো হয়েছে ২৬তম ব্যাচ। এরিয়া বিবেচনায় নিলে আমাদের এই ব্যাচ যে পরিমাণ বৈচিত্র্যময়, এককথায় অসাধারণ! এই ব্যাচ এই ইউনিক স্বকীয়তার প্রভাব নৃবিজ্ঞান বিভাগকে সমৃদ্ধ করবে বলে আমার বিশ্বাস।
এবিএ/২১ মার্চ