এসবিএনঃ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি (রেজি: নং এম-১২০৬৮) সিলেট জেলা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বৃহস্পতিবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সামনে ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের নির্যাতনের প্রতিবাদে এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সর্বানন্দ তালুকদার সহ দুস্কৃতিকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও ষ্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন শেষে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি অজিত পাল, সহ-সভাপতি নিহারিকা সিনহা, আজাদ মিয়া, শাহ ইসমাইল, ফয়জুল হক, সংকরী কর, খাদিজা খাতুন, রাজনা বেগম, সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক মোছাম্মদ হাফছা আক্তার, কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মতি গুপ্ত, সিলেট জেলার সহ-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সুরঞ্জিত চক্রবর্তী, রিন্টু চন্দ্র পাল, হামিদা বেগম, আদরী রাণী দাস, খাদিজা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক বিমল দাস, মিজানুর রহমান, শাহাব উদ্দিন, নার্গিস কাওসার, সালমা আক্তার, মুন্না দাস, দপ্তর সম্পাদক খাজা মো. আজির উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আকবর আলী, আব্দুল রউফ, অর্থ সম্পাদক বশির আহমদ, প্রচার সম্পাদক আব্দুল হক, সহ-প্রচার সম্পাদক হুমায়ুন কবির, বাবলু রঞ্জন দাশ, সহ তথ্য সম্পাদক কবির আহমদ সহ জেলা কমিটির সকল নেতৃবৃন্দ।
বিভিন্ন উপজেলা থেকে অংশগ্রহণকারীরা হলেন গোলাপগঞ্জ উপজেলার সভাপতি জামাল আহমদ, জৈন্তপুর উপজেলার সভাপতি গোলাম মোস্তাফা, গোয়াইনঘাট উপজেলার সাংগঠনিক সম্পাদক পিন্টু চক্রবর্তী, বালাগঞ্জ উপজেলার সভাপতি লাল মোহন দাস নান্টু, সাধারণ সম্পাদক রুহুল আমীন, কোম্পানীগঞ্জ উপজেলার সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক রিপন আহমদ, ওসমানী নগরের সভাপতি প্রানেশ দাস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিয়ানীবাজার উপজেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ, জায়েদা বেগম, সুব্রত দাস, আবুল বাশার সুমন, পার্থ, হেনা বেগম, ফারহানা আজিজ শিপা, আব্দুল ওয়াহিদ, দিপংকর দাস, মলয় কান্তি দেব, সেলিম আহমদ, গণেষ যাদব।
উক্ত মানববন্ধনে একাত্বতা ঘোষনা করে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি শহীদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রতাপ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মনসুর আলী, রীনা কর্মকার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে দুস্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে অন্যথায় শিক্ষক সমিতি কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।