ছাতক প্রতিনিধি:: ছাতকে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৭তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে ২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ মহোৎসবের আজ সোমবার পূর্ণাহুতি। শহরের মধ্যবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে গৌরাঙ্গ মহাপ্রভু ও গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটির আয়োজনে গত বৃহস্পতিবার শুভ অধিবাসের মধ্য দিয়ে এ সংকীর্ত্তণ অনুষ্ঠিত হয়।
সংকীর্ত্তণ মহোৎসবে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মহন্ত কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবুল পাল, বিকাশ সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাবুল রায়, আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু, সাবেক সাধারণ সম্পাদক নিতাই রায়, সহ-সাধারণ সম্পাদক অমর দেবনাথ, সুবীর নাগ ভাষ্কর, গনেশ পোদ্দার, রাজন কুমার দাস, মহিলা সম্পাদিকা অনামিকা দে শিখা, সাংগঠনিক সম্পাদক সৌরভ রঞ্জন দাস, রনি রায়, মিটন লাল রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ প্রহর ব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণে কিশোরগঞ্জের নন্দ দুলাল সম্প্রদায়, কুষ্টিয়ার মা গৌরী সম্প্রদায়, পিরোজপুরের বালিকা অষ্ঠসখী সম্প্রদায়, বেহেলী জামালগঞ্জের শ্রীশ্রী নারায়ণ সম্প্রদায় ও রাজনগর মৌলভীবাজারের আশ্রম সম্প্রদায় নাম সুধা পরিবেশন করেন।
এবিএ/২১ মার্চ