বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দরগাবাজারে গত ১৯ মে উদ্ধারকৃত নিহত সামসুল মিয়া হত্যার ঘটনায় আজ (২১মে) একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত সামসুলের স্ত্রী পারুল বেগম এই মামলাটি দায়ের করেন৷ লিখিত অভিযোগে ১৩ জনকে মোট আসামী করলেও তিনজনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত হিসেবে লিখেন। মামলায় উল্লেখিত তিন আসামী হলেন, এলাকার মুড়িরগুল গ্রামের জহির আলীর পুত্র হাসান আহমেদ(২৭), ওপর পুত্র শাহান আহমেদ (২০) ও একই গ্রামের কাজী এনামুল হকের পুত্র আব্দুল্লাহ আল নোমান(১৮)। পারুলের অভিযোগ তার স্বামী সামছুল মিয়ার গৃহস্থ সাইফুর রহমানের সাথে দ্বন্ধের জেরে ধান কাটার কারনে আসামীরা এই নির্মম হত্যাকান্ডটি ঘটিয়েছে।
উল্লেখ্য গত ১৯ মে ভোরে মুড়িরগুলের ‘হিয়ালী টিলা’র পাশে সামছুলের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায় এলাকাবাসী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরবর্তী দিন নিহত সামছুলের দাফন হয়। যদিও গতকাল পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি। আজই হত্যা মামলাটি রুজু হয়।
বড়লেখা উপজেলা অফিসার ইনচার্জ শফিউদ্দীন মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামীরা সকলেই পলাতক। তাদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবেন বলেও আশ্বস্থ করেন তিনি।