সিলেট৭১নিউজ ডেস্ক;: যশোর শহরে মাইক্রোবাসের ধাক্কায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন এক রিকশাচালক।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর শহরের মনিহার-নিউমার্কেট মহাসড়কের বারান্দিপাড়া মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকলাইন (২০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের আবদুল আলিমের ছেলে। তিনি যশোর শহরের দড়াটানা মাদ্রাসাছাত্র। আহত রিকশাচালক মিন্টু (৩০) ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের বাবর আলীর ছেলে।
জানা যায়, মাদ্রাসা ছাত্র সাকলাইন ও রিকশাচালক মিন্টু মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকার দিক থেকে যশোরগামী একটি মাইক্রোবাস (নম্বর ঢাকা মেট্রো- চ- ১৯-৯০১৯) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উভয়কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাদ্রাসাছাত্র সাকলাইনের মৃত্যু হয়। রিকশাচালক মিন্টু গুরুতর আহত হন। পথচারী লোকজন গুরুতর অবস্থায় রিকশাচালক মিন্টুকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থল থেকে মাইক্রোবাসচালক পালিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে মাইক্রোবাস এবং রিকশা হেফাজতে নিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সিলেট৭১নিউজ /আইআর/জেআর