সিলেট৭১নিউজ ডেস্ক;: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণ্যাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এ র্যালির আয়োজন করা হয়।
এর আগে জেলা প্রশাসন প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণ করে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড। পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, জেলা ও মহানগর পুলিশ, জেলা মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়।
শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন।
এসময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ, ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন, এসএমপি কমিশনার নিশারুল আরিফ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ।
সিলেট৭১নিউজ /আইআর/আরবি