সিলেট৭১নিউজ ডেস্ক;: কক্সবাজারের চকরিয়ায় ৬টি লম্বা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজসহ গরু চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য হিসেবে অভিযুক্ত লেদু মিয়াকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন। বুধবার তাকে চকরিয়া উপজেলার চোঁয়ার ফাড়ি এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক লেদু মিয়া চকরিয়ার উপজেলার সাহাবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তার ছোট ভাই নবী হোসেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়ার চোঁয়ার ফাড়ি স্টেশনের কাছে আব্দুল মান্নানের খামার বাড়িতে একদল সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পায় র্যাব। এ সংবাদের ভিত্তিতে ভোর পাঁচটায় র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখানে বাড়ির একটি কক্ষ থেকে মো. লেদু মিয়াকে (৪৬) আটক করা হয়। এসময় খামার বাড়ির কক্ষে খাটের নিচে, প্লাস্টিকের বস্তাবন্দী অবস্থায় ৬টি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক লেদু মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা, ঘের দখল, গরু চুরি, ভূমি দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। তাকে চকরিয়া থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সিলেট৭১নিউজ /আইআর/আরবি