সুনামগঞ্জ প্রতিনিধি:;সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপীর হিন্দুপাড়ায় ওড়না পেছিয়ে গলায় ফাঁস লাগিয়ে পপি সূত্রধর (২১) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।সে জাউয়াবাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপীর হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী পপি সূত্রধর (২১) গ্রামের নিবারণ সূত্র ধরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানায়, ঐ কলেজ ছাত্রী বুধবার সন্ধ্যা ৬ টায় পরিবারের অগোচরে নিজের বসতঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।
আত্মহত্যার খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. মোক্তাদির হোসেন।
এবিএ/১৬ মার্চ