দোয়ারাবাজার প্রতিনিধি;: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গৃহবধূকে ইভটিজিং, হয়রানির অভিযোগে মোহাম্মদ আলী (২৯) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ মার্চ) সন্ধায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কান্দাগাঁও আছির নগর গ্রামে এক বসতঘরে প্রবেশ করে এক গৃহবধূকে হয়রানি করে একই গ্রামের মনির উদ্দীনের পুত্র মোহাম্মদ আলী। এসময় ভুক্তভোগীর ছেলে চিৎকার করলে স্থানীয়রা মোহাম্মদ আলীকে আটক করে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান, পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ ,দোয়ারবাজার থানা পুলিশের সহযোগিতায় তাকে দণ্ডবিধি ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ জানান, ভূক্তভোগি নারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্ত মোহাম্মদ আলীর বিরুদ্ধে নারীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ প্রমান পাওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে জানান তিনি।
আইআর/১৫ র্মাচ