ওসমানীনগর প্রতিনিধি;: সিলেটের ওসমানীনগরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে চাচা-ভাতিজাসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, তাজপুর ইউনিয়নের গ্রাম তাজপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র এমদাদুল হক বাপ্পি (২৮) ও তার চাচা আছাদ মিয়া (৫০)। এসময় হামলা থামাতে এগিয়ে আসলে আহত হন বাপ্পির মা লিপি বেগম (৫০)। সোমবার (১৪ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার গ্রাম তাজপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল আহাদের পুত্র এমদাদুল হক বাপ্পির সাথে তার চাচা আছাদ মিয়ার পূর্ববিরোধ রয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে কথা কাটাকাটির জের ধরে আছাদ মিয়া ও এমদাদুল হক বাপ্পির মধ্যে পাল্টাপাল্টি হামলার সৃষ্টি হয়। এসময় পাল্টাপাল্টি ছুরিকাঘাতে চাচা ও ভাতিজা আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।
ঘটনায় আহত লিপি বেগম জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে তার ছেলেকে আছাদ মিয়াসহ তিন চারজন লোক এলাপাতাড়ি ছুরিকাঘাত করে। এসময় তিনি এগিয়ে গেলে তাকেও মারপিট করা হয়।
এ বিষয়ে আছাদ মিয়া বলেন, ‘আমার বাড়ির আম গাছ থেকে মুকুল দেয়ার জন্য কাজের লোককে বলে বাপ্পি। না দেয়ার কারণে কাজের লোককে অকথ্য ভাষায় গালগালাজ করতে থাকে। একসময় আমি ঘর থেকে বের হলে সে আমার উপর আক্রমন করে। এসময় তার হামলায় আমি আহত হয়ে প্রানরক্ষার্থে দৌড়ে ঘরে গিয়ে ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। এ ব্যাপারে আমি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
ওসমানীনগর থানার ওসি এস এম মাইন উদ্দিন বলেন, খবর জানতে পেরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
আইআর/১৫ র্মাচ