বড়লেখা প্রতিনিধি;: মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের পুরস্কার বিতরণ ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ মার্চ) রাত ৮টায় পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাব।
করোনা মহামারির কারণে গেল বছর পুরস্কার বিতরণ অনুষ্ঠান বন্ধ রাখা হয়। তাই এবার বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের দুই মৌসুমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে।
জানা গেছে, বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাব ২০২১ সালে কবুতরের রেসিং আয়োজন করে। এই রেসিং এ বিজয়ীদের মধ্যে তুলে দেওয়া হয় পুরস্কার। ২০২১ সালের ২০০ কিলোমিটার ফাইনাল রেসে প্রথম স্থান অর্জন করেন মো. দেলওয়ার হোসেন, দ্বিতীয় হন মোনায়েম খাঁন মুন্না ও তৃতীয় হন মাসুম মোহাম্মদ। ২০২২ সালে রেসিং ইভেন্টে ২৫০ কিলোমিটার ফাইনাল রেসে প্রথম স্থান অর্জন করেন মো. কামরুল ইসলাম, দ্বিতীয় হন মো. আনিসুল হক ও তৃতীয় হন রেদওয়ানুল হক আবিদ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে বড়লেখা রেসিং পিজিয়ন ক্লাবের এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে মো. কামরুল ইসলামকে সভাপতি ও মো. আনোয়ার হোসেনকে (লাভলু) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মো. আনিসুল হক, সহ সভাপতি মো. দেলওয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুম মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোনায়েম খাঁন মুন্না, ক্রীড়া সম্পাদক মো. ইউনূস আহমদ, প্রচার সম্পাদক শিব্বির আহমদ, অর্থ সম্পাদক জাকির হোসাইন।
কার্যকরী সদস্য সেবুল আহমদ, রেদওয়ানুল হক আবিদ, সুলতান মাহমুদ, সুমন কর, আব্দুস সালাম, আজহার আলী, মাছুম আহমদ প্রমুখ।
আইআর/১৩ র্মাচ