সুনামগঞ্জ প্রতিনিধি;: বর্ধিত সময়ের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না করার প্রতিবাদে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও আন্দোলন’ সুনামগঞ্জ জেলা কমিটি। শনিবার দুপুর ১২ টায় শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের সকল হাওরের বাঁধের কাজ শেষ করার বাধ্যবাদকতা থাকলেও কাজ শেষ না করে আরও ১০ দিন বর্ধিত করে পাউবো ও সংশ্লিষ্টরা। এই বর্ধিত সময়েও কাজ শেষ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড বাঁধের কাজে অগ্রগতি ৮৩ ভাগ বললেও বাস্তবের সাথে মিল নেই। যতই দিন যাচ্ছে ফসলের সুরক্ষা নিয়ে চিন্তিত রয়েছেন কৃষকরা। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় অনেক হাওরের ফসল অরক্ষিত রয়েছে। সংশ্লিষ্টদের গাফিলতির কারনে হাওর ডুবির ঘটনা ঘটলে ২০১৭ সালের মতো আন্দোলনের ডাক দেয়া হবে।
কৃষকদের সাথে নিয়ে পাউবো অফিস ও ডিসি অফিস ঘেরাও দেয়ার হুঁশিয়ারি প্রদান করেন সংগঠনের নেতারা।
লুটপাটের মাধ্যমে বাঁধের টাকা আত্মসাৎ করা হলে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বিজন সেন রায়।
এছাড়াও অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সুখেন্দু সেন, যুগ্ম সম্পাদক নির্মল ভট্রাচার্য্য, সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দার, মোদাচ্ছির আলম সুবল, সাংগঠনিক সম্পাদক শহীদনুর আহমদ, শান্তিগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, তাহিরপুর উপজেলা কমিটির সদস্য সচিব হোসাইন শরীফ বিপ্লব, কৃষক আব্দুল আজিজ, মিনার মিয়া, জয়নাল মিয়া, জগলুল মিয়া, জিতু মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন- হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ারুল হক,
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলীনুর, স্বপন দাশ, চন্দন রায়, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, তথ্য সম্পাদক বিমল বনিক, সদস্য রবিন্দ্র দেব, ফারুক আহমদ, এম আর শামীম তালুকদার, সুনামগঞ্জ পৌর কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. হুমায়ুন কবির, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি জিয়া উদ্দিন, শৈলেন সূত্রধে, শিমুলবাঁক ইউনিয়ন কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, তাহিরপুর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল কিবরিয়া, তুজাম্মিল হক নাছরুম, সদস্য গোলাম মওলা, একরাম হোসেন।
আইআর/১২ র্মাচ