দিরাই প্রতিনিধি;: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১২ মার্চ) সকাল ১১টায় দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
মিছিল শেষে থানা পয়েন্টের রেন্টিতলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা সজীব রশীদ চৌধুরী, গুলজার চৌধুরী, ছাত্রদল নেতা শাহআলম, মেহেদী হাসান চৌধুরী, মাহফুজ আহমেদ প্রমুখ।
পরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
আইআর/১২ র্মাচ