কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ দিবসটি পালিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হোসনে আরা তালুকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ ভূইঁয়া, সাংবাদিক শাহীন আহমেদ ও ফ্যাশন ডিজাইনের শিক্ষার্থী নুসরাত কবির জুলি প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এবিএ/৮ মার্চ