বাহরাইন প্রতিনিধিঃ বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় সকাল ৯ ঘটিকায় দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকীতে শ্রদ্ধা নিবেদন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নজরুল ইসলাম।
পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন দূতালয় প্রধান একেএম মহিউদ্দিন কায়েস,
অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বাহররাইনে অবস্থারত রাজনৈতিক,
সামাজিক ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৭ই মার্চ উপলক্ষে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন। স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তারই দেওয়া। তিনি বলেন বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন ৷৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া সেই অগ্নিঝরা ভাষণ পুরো বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রাণিত করেছিলো। এই ভাষণ ছিলো স্বাধীনতার অমর কবিতা।
অনুষ্ঠান শেষার্ধে বড় পর্দায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেট৭১নিউজ /আশফাক