সিলেট৭১ ডেস্ক:: মৌলবাদী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্যে বাংলাদেশের হিন্দু নারীদের শাঁখা সিঁদুর ও হিন্দু পুরুষদের ধূতি পরা বন্ধ করে দেওয়ার হুমকির প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট ও হিন্দু ছাত্র মহাজোট সিলেট জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও ধুতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
যুব মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তী সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রবাল দেবনাথ অপু , হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার নেতা অপরেশ অপু, হিন্দু মহিলা মহাজোটের মহানগর কমিটির সমন্বয়ক ববিতা বর্মন ববি, জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখা সিনিয়র সহ-সভাপতি রাজন মনি নাথ, সহ-সভাপতি বিলাশ দাশ, সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস দাস,সজল দাস, প্রধান সমন্বয় কারী অক্রুরমনি দেবনাথ,সাংগঠনিক সম্পাদক জনি দাশগুপ্ত, দপ্তর সম্পাদক মৃদুল দে,আইন বিষয়ক সম্পাদক নীলমনি কর,কার্যকরী সদস্য তুষার দেবনাথ, হৃদয় রায়।
যুব মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রুপক দেব, মহানগর যুব মহাজোটের নির্বাহী সভাপতি লিটন কান্তি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তপু রায়, সাংগঠনিক সম্পাদক রাজীব হালদার, ছাত্র মহাজোট সিলেট মহানগর শাখার ঝলক পাল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উৎপল কান্ত ঘোষ, সন্জীব রায়, জয় সেনাপতি, রাজ ধর, সৌমিক কুমার, অনুপম সরকার বিলাশ রায়, সহ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এবিএ/ ০৪ মার্চ