কমলগঞ্জ প্রতিনিধি:; মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী দিবসে বিদ্যুতায়িত হয়ে মুখপোড়া হনুমান ও মোটরসাইকেলের ধাক্কায় উল্টো লেজি বানরসহ দুটি প্রাণীর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রানী রেসকিউ সেন্টারের পাশে চলমান ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনে একটি মুখপোড়া হনুমান ও ৯ মাসের সন্তানসহ রাস্তা পারাপারকালে মোটরসাইকেলের ধাক্কায় উল্টো লেজি বানর মৃত্যু হয়েছে।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, বন সংরক্ষক মির্জা মেহেদী সারওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃত দুটি বন্যপ্রানী উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে দুটি প্রাণীকে মাটি চাপা দেয়া হয়। আর উল্টোলেজি বানের বাচ্চাকে বন্যপ্রানী রেসকিউ সেন্টারের সেবা কেন্দ্রে রাখা হয়েছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন সংরক্ষক মির্জা মেহেদী সারওয়ার বলেন, এ বনের বন্যপ্রানী রক্ষায় সব ধরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। বন্যপ্রানী দিবসে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও দুটি প্রাণীর মৃত্যু হলো তা কখনও মেনে নেওয়া যাচ্ছে না।
বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ উদ্যানের ভেতরের রাস্তায় চলা যানবাহন, রেলপথ ও বৈদ্যুতিক লাইন বন্যপ্রাণীর জন্য হুমকি নিয়ে সংশিল্ষ্ট মন্ত্রণালয়ে বার বার পত্র প্রেরণ করেছি। বন্যপ্রাণী রক্ষায় বিকল্প ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছেন। এর মধ্যে একই সময়ে দুটি বন্যপ্রাণীর মৃত্যু বড় কষ্টের।
এবিএ/ ০৪ মার্চ