এসবিএন, সর্দার মুজাহিদুল ইসলাম, দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন প্রায় ২০ জন। নিহতরা হলেন- উপজেলা রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের আফিজ উল্লাহ (৬৫) ও নূর আহমদ (৩৫)।
এ ঘটনায় ৮ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের কালিনগর গ্রামের মফিল উল্লাহ ও আফিজ উল্লাহর মধ্যে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর জের ধরে বুধবার সকালে মফিল উল্লাহ পক্ষের আতিক ও মিজানসহ কয়েকজন আফিজ উল্লাহর অটোরিকশা ভাঙচুর করেন।
এ নিয়ে এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’পক্ষের ২ জনের মৃত্য হয়। আহত হন আরো অন্তত ২০ জন।
গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকের কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ ঘটনায় চিকিৎসা নিতে যাওয়া ৮ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। তাদেরকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, নিহত ২ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।