তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ৭টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ মার্চ)বিকাল ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা হলরুমে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে,শপথ বাক্য পাঠ করান,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ-দৌলা,থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার,উপজেলা নির্বাচনী কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম,উপজেলা সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ জুনাব আলী,শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আলী হায়দার,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহমদ মুরাদ, বালিজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী।
শপথ গ্রহণ করেন উপজেলার ৭টি ইউনিয়নের মোট ৮৪ জন,এতে সংরক্ষিত মহিলা সদস্য ২১জন ও সাধারণ সদস্য ৬৩জন তারা হলেনঃ তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য
শরবুলা বেগম,সাদেকা বেগম,শক্লা তালুকদার,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন,২নং ওয়ার্ড আলী আবদাল খোকন,৩নং ওয়ার্ড রাজ্জাক,৪নং ওয়ার্ড হৃদয় রায়,৫নং ওয়ার্ড এ এস এম তোজাম্মিল হক, ৬নং ওয়ার্ড আব্দুস শহিদ,৭নং ওয়ার্ড নুরুল আলম,৮নং ওয়ার্ড লাল মিয়া,৯নং ওয়ার্ড শফিকুল হক।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পদে মিনারা বেগম,সেলিনা আক্তার,পারুমা বেগম,সাধারণ সদস্য পদে ১নংং ওয়ার্ডের শাহ জাহান খন্দকার,২নং ওয়ার্ডের রাসিদ কবির,৩নং ওয়ার্ডের সাফিল মিয়া,৪নং ওয়ার্ডের ধন মিয়া,৫নং ওয়ার্ডের শফিকুল মিয়,৬নং ওয়ার্ডের আমির আলী,৭নং ওয়ার্ডের আবুল কালাম,৮নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন,৯নং ওয়ার্ডের সাজিনুর মিয়া।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য রাজনা আক্তার সীমা,রহিমা,রওসনারা,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মাহবুবুল আলম,২নং ওয়ার্ডের ইয়াকুব হোসেন,৩নং ওয়ার্ডের আবু মিয়া,৪নং ওয়ার্ডের রুপন মিয়া,৫নং ওয়ার্ডের শামসুল আলম,৬নং ওয়ার্ডের জুয়েল আহমদ,৭নং ওয়ার্ডের সামায়ুন কবির,৮নং ওয়ার্ডের হারুন মিয়া,৯নং ওয়ার্ডের জহুল আলম।
বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পদে রুমেলা খাতুন, রেহেনা খাতুন, জহুরা বেগম,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন দুলাল, ২নং ওয়ার্ডের জামাল মিয়া,৩নং ওয়ার্ডের জিলু মিয়া,৪নং ওয়ার্ডের নুয়াজ আলী,৫নং ওয়ার্ডের ৫নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাক,৬নং ওয়ার্ডের কাপিল উদ্দিন, ৭নং ওয়ার্ডের হাসিবুর মিয়া,৮নং ওয়ার্ডের শফিকুল ইসলাম,৯নং ওয়ার্ডের জিয়াউর রহমান।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পদে ফিরোজা বেগম, মনজুরা বেগম, শিল্পা আক্তার,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মিসবাহ উদ্দিন পলাশ,২নং ওয়ার্ডের রেজাউল করিম,৩নং ওয়ার্ডের শামীম মিয়া,৪নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন,৫নং ওয়ার্ডের জাকেরিন উর রশিদ শিমুল,৬নং ওয়ার্ডের এমদাদুল হক,৭নং ওয়ার্ডের গোলাম সারোয়ার ডালিম,৮নং ওয়ার্ডের মিয়া হোসেন, ৯নং ওয়ার্ডের আতাউর রহমান।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম,পহেলা বেগম,মনোয়ারা খাতুন,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের দিন ইসলাম রাজু,২নং ওয়ার্ডের রহিছ মিয়া,৩নং ওয়ার্ডের আলী আহমদ, ৪নং ওয়ার্ডের সাগর আহমদ শুভ,৫নং ওয়ার্ডের জামাল উদ্দিন,৬নং ওয়ার্ডের মোশাহিদ মিয়া,৭নং ওয়াহিদ মিয়া,৮নং ওয়ার্ডের ফৌজ উদ্দিন, ৯নং ওয়ার্ডের আব্দুর রশিদ।
বালিজুরী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য পদে রুহেনা বেগম,মাহমুদা বেগম,পারুলা আক্তার,সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের বাবুল মিয়া,২নং ওয়ার্ডের ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ডের জ্যোতিষ পাল,৪নং ওয়ার্ডের ইসমাইল আলী,৫নং ওয়ার্ডের আলী নেওয়াজ,৬নং ওয়ার্ডের আজিজ মিয়া,৭নং ওয়ার্ডের কামাল হোসেন,৮নং ওয়ার্ডের খলিল মিয়া,৯নং ওয়ার্ডের আব্দুল ওয়াহিদ।
শপথ বাক্য পাঠ শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির উপজেলার ৭টি ইউনিয়নের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যগন কে শুভেচ্ছা জানান।
এবিএ/ ০৩ মার্চ