সিলেট৭১ ডেস্ক:; সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুনু মিয়া মঈন গং কর্তৃক ৪৯ কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় হুমায়ুন রশিদ চত্ত্বরে সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি: নং- চট্ট-১৩২৬ এর সাধারণ শ্রমিকরা এ প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে অবৈধভাবে সভাপতির পদ দখল করে প্রায় ৪৯ কোটি টাকা আত্মসাত করেছেন সভাপতি রুনু মিয়া মঈন গং। এক সময় তিনি সাধারণ শ্রমিক ছিলেন। শ্রমিকদের টাকা আত্মসাত করে আজ তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন। শহর জুরেই তার বিভিন্ন স্থানে সম্পত্তি রয়েছে। শ্রমিকদের টাকা দিয়ে বিশাল বাড়ি বানিয়েছেন। আজ কোটি টাকার গাড়িতে করে চলাফেরা করছেন তিনি। শ্রমিকরা টাকার হিসাব চাইলে নিজেস্ব বাহিনী দিয়ে হয়রানি করছেন। শ্রমিকদের টাকা আত্মাসাতকারী রুনু মিয়া মঈন এর বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি সাধারণ শ্রমিকরা আহবান জানান।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন তামাবিল শাখার সাবেক সভাপতি শাহাব উদ্দীন, কটালপুর শাখার সাবেক সভাপতি আব্দুল আহাদ, সাবেক সাধারণ সম্পাদক শিপন পাল, মোগলাবাজার শাখার বর্তমান সভাপতি জুনেদ আহমদ, সহ-সভাপতি আব্দুল হক, গুলজার আহমদ, সাধারণ সম্পাদক মখতার মিয়া, চিকনাগুল শাখার বর্তমান সভাপতি আব্দুল নুর হিরন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল আজিজ দুলাল, নুরুজ্জামান, মৌলানা আব্দুলাহ, নাছির উদ্দিন, সুনহর আলী, সুলেমান, বাবুল আহমদ, আব্দুর রহমান, জাবেদ আহমদ, লিটন মিয়া, সাইফুল ইসলাম, জাহেদ আহমদ, রাসেল, সালেহ আহমদ, সেলিম, মিলাদ, সালমান, নূর উদ্দিন, রুবেল, ইমন, আজিম, লয়লু, প্রমুখ।
এবিএ/২৭ ফেব্রুয়ারী