শান্তিগঞ্জ প্রতিনিধি:: সৎ চিন্তা আর প্রকৃতির প্রতি ভালবাসা থাকায় শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন এর সৃজনশীলতায় বদলে গেছে থানার চিত্র। পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। শান্তিগঞ্জ থানার প্রধান ফটকে দাঁড়ালেই দেখা যায় দৃষ্টিনন্দন ফুলের বাগান। আর দু’কদম এগিয়ে বাম ও ডান পাশে তাকালেই চোখে পড়ে ফুল, ফল ও সবজি বাগান। ফুল বাগানে ফুটে আছে নানান জাতের ফুল। আর ফল বাগানে রয়েছে নানান জাতের ফলের গাছ। নিজ উদ্যোগেই থানায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এ বাগান করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন। এসব ফুল-ফল যেমন থানার কর্মকর্তা-কর্মচারীদের মন উজ্জীবিত করে, তেমনি মুগ্ধ করে দর্শনার্থীদেরও।
সরেজমিন দেখা যায়, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিদিন সকাল বেলা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে সবজি বাগানে পরিচর্যার পাশপাশি ফুল বাগানও পরিচর্যা করছেন। পাশপাশি ২/৩ জন কাজের লোককে দিয়ে সবজি বাগানে জৈব সার প্রয়োগের পরামর্শ প্রদান করেছেন। যেখানে দুই মাসে আগের লাগানো ছোট ছোট গাছগুলো আজ অনেকটাই বড় হয়ে গেছে। গাছগুলো নিরাপদে বেড়ে ওঠার জন্য বাঁশের কঞ্চি দিয়ে দাড় করিয়ে দেয়া হয়েছে। থানার বাওয়ান্ডারীর সাথে বাঁশের মাছা তৈরী করা হয়েছে। থানা কমপ্লেক্সের মুল দরজা থেকে সারি সারি ভাবে লাগানো আছে ডালিয়া, ষ্টার, গাঁদা, সাইলোসিয়া, ক্যাবেস, গ্যাজিলিয়া, সেলফিয়া, জুঁই, সূর্সমূখী, লাল রঙের দেশি-বিদেশী বিভিন্ন জাতের এসব বাহারি ফুল। পাশপাশি থানা প্রাঙ্গণের নির্দিষ্ট জায়গায় ফলজ গাছ আম, লেচু, পেপে, পেয়ারা, লাল শাক, টমেটো, সাদা লাউ, বেগুন, আউশ লাউ সহ নানা প্রজাতির সবজি, বনজ নিম, আমলকি সহ বিভিন্ন ঔষধি গাছ লাগানো হয়েছে। ফুল ও ফল বাগানের থানার পরিবেশ বদলে দিয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন জানান, শান্তিগঞ্জ থানা ভবনটি নতুন এবং থানা প্রাঙ্গণে প্রচুর খালি জায়গা আছে। সেই চিন্তা থেকেই থানা প্রাঙ্গণের শোভা বর্ধনের জন্যই ফুল ও ফলের গাছ লাগানো হয়েছে। থানায় সেবা প্রার্থীরা আসেন বিভিন্ন মানসিক চাপ নিয়ে। সেই সকল সেবা প্রার্থীরা আমাদের পরিপটি থানা প্রাঙ্গণ থেকে তাদের মানসিক চাপ কিছুটা হলেও কমবে। আশা করছি আগামীতে এই থানা প্রাঙ্গণকে একটি সুন্দর উদ্যানে পরিনত করতে পারবো।
এবিএ/২৪ ফেব্রুয়ারী