শাবিপ্রবি প্রতিনিধি;: দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় গণধর্ষণের শিকার হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের ছাত্রী বলে প্রতিবাদ জানিয়েছেন শাহজলাল বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বিচারহীনতার এ সংস্কৃতিকে ধারাবাহিক উল্লেখ করে মঙ্গলবার দুপুরে নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনটির সদস্য সামিউল এহসান সাফিন সাংবাদিকদের কাছে একটি বিজ্ঞপ্তি প্রেরণ করেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবি শাখার আহ্বায়ক রাজু শেখ ও সাধারণ সম্পাদক মোঃ তানভীর রহমান এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদের কথা বলেছেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত নয়টা ২৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরপ্রবি) এক শিক্ষার্থীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা হয় এবং তার সহপাঠী কে মারধোর করা হয়।
চলমান আরেকটি ঘটনা সাভার উপজেলার আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ইউনি ওয়ার্ল্ড-২ নামক জুতা তৈরির কারখানায় লাগা আগুনের ঘটনার কথা উল্লেখ করে বিজ্ঞপ্ততি নেতৃবৃন্দ বলেন, এখন পর্যন্ত তিন শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের ওই কারখানার ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুনে পুড়ে যাওয়া কারখানায় আরও নিহতের আসঙ্কায় সন্ধান চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
চলমান ঘটনাগুলো এবং অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার চিত্র দেখে দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে জানিয়ে তারা বলেন, এজন্য বর্তমানে কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই।
বশেমুরপ্রবি শিক্ষার্থী ধর্ষণ কান্ডের জন্য আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংঘটনটির নেতৃবৃন্দ বলে বিজ্ঞপ্তি বলা হয়।
একই সাথে ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করারা দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে সাধারণ কারখানা শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে তারা বলেন, দেশে শ্রমিকদের জীবনের কোনো নিরাপত্তা নাই।
” ইতিপূর্বে অনেক কারখানা ধ্বসে পড়া, অগ্নিকাণ্ডের মত ঘটনায় শতশত শ্রমিক মারা গিয়েছে। মালিক পক্ষের অবহেলা এবং শোষণের শিকার হয়ে জীবন গিয়েছে বহু কারখানা শ্রমিকের। ”
“একটা পুঁজিবাদী রাষ্ট্রের কারখানার মালিকের প্রধান লক্ষ্য কেবল মুনাফা বৃদ্ধি করা৷ সেখানে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে মালিকদের কোনো ভ্রুক্ষেপ নাই। যার ফলে প্রায় সময়ই দেখা যায় কারখানার অনিরাপদ পরিবেশে কাজ করতে গিয়ে প্রাণ হারায় হাজারো শ্রমিক। “- যোগ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, “আশুলিয়ারইউনি ওয়ার্ল্ড-২ এর শ্রমিক হত্যার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
“একই সাথে সুষ্ঠু তদন্ত করে মৃত শ্রমিকদের পরিবারকে সারাজীবনের ভরনপোষণের জন্য আর্থিক প্রণোদনা দেওয়া হোক এবং যাদের দায়িত্বের অবহেলার ফলশ্রুতিতে শ্রমিকদের প্রাণ গিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
আইআর/২৪ ফেব্রুয়ারি