হবিগঞ্জ প্রতিনিধিঃঃ হবিগঞ্জের মাধবপুরে ৬ মাসের সাজা থেকে বাঁচতে ২৩ বছর পলাতক ছিলেন এক ব্যক্তি। তবে এই ২৩ বছর পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি। বুধবার দুপুরে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে তাঁকে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ধানু মিয়া (৪৫) উপজেলার কালিকাপুর গ্রামের নানু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ১৯৯৪ সালে ধানু মিয়ার বয়স ছিল ২২। এ সময় তাঁর বিরুদ্ধে থানায় একটি বন মামলা হয়। এরপর থেকে সে পলাতক ছিল। ১৯৯৯ সালের ১৭ মার্চ সেই মামলায় তাঁর ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা হয়। অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয় আদালত। গত মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শাহজীবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মাধবপুর থানা-পুলিশ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘২৩ বছর পর ধানু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে কারাগারে পাঠানো হয়।’
বিএ/২৪ ফেব্রুয়ারি