সিলেট৭১নিউজ::বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ সিলেট জেলার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি ) বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি’র স্বাক্ষরিত বাংলাদেশ কৃষক লীগের প্যাডে ৫১ সদস্য বিশিষ্ট আহবায় কমিটির অনুমোদন দেয়া হয়।
প্যাডে উল্লেখ করা হয় , কৃষকলীগ সিলেট জেলার আহবায় কমিটি প্রকাশের ৬ মাসের মধ্যে সিলেট জেলার সকল ওয়ার্ড,ইউনিয়ন ,উপজেলার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন করার শর্তে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রদান করা হয় ।
৫১ সদস্য সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট মহানগরের ২১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদিকা জান্নাতুন নাসরিন উর্মিকেও আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) অনলাইন নিউজ পোর্টাল সিলেট৭১নিউজ এ- এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ কৃষকলীগ সিলেট জেলার আহবায় কমিটির সদস্য পদের দায়িত্ব দেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি একইসঙ্গে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতিকেও ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে,বাংলাদেশ কৃষক লীগ′র দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার সাক্ষরিত কৃষক লীগের প্যাডে গতকাল বুধবার (২৩ ফেব্রুয়ারী) সিলেট জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
সিলেট৭১নিউজ/টিআর /প্রেস বিজ্ঞপ্তি