নিজস্ব প্রতিবেদকঃঃ ছাত্রাবাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শামসুদ্দিন ছাত্রাবাসে ছাত্রলীগ-শিবির মুখোমুখি অবস্থান নিয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
শহীদ শামসুদ্দিন ছাত্রাবাস সূত্রে জানা যায়, ছাত্রাবাসে রাত সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ-শিবির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিবিরের নেতাকর্মীদের বাকবিতণ্ডার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে রাত ১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর রিকাবীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তাদের শিবিরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগ দেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।
মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ বলেন, শিবিরের নেতাকর্মীরা ছাত্রাবাসে হামলা করেছে শুনে আমরা এসেছি। আপাতত এটুকুই জানি। পরে বিস্তারিত জানাবেন বলে তিনি জানান। জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ জানান, শহীদ সামসুদ্দিন হাসপাতালের হল দখল নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। কারা এ ঘটনা ঘটিয়েছে করেছে তা তদন্ত করে বলতে পারব।
বিএ/২৪ ফেব্রুয়ারি