সিলেট৭১নিউজ ডেস্কঃঃ আজই প্রায় লাখ টাকার ওপরে নতুন বই দোকানে উঠিয়ে ছিলাম। দুপুরে দোকানের বিভিন্ন সারিতে নতুন বইগুলো সাজিয়ে রেখেছিলাম। আজ মার্কেট বন্ধ থাকায় দোকানে বই তুলে বাসায় চলে যাই। সন্ধ্যার দিকে হঠাৎ একজন আমাকে ফোন করে জনায় মার্কেটে আগুন লেগেছে।
এসে দেখি আমার দোকানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। অনেকবার ভেতরে যাওয়ার চেষ্টা করেছি কিছু বই বের করে আনতে, কিন্তু আগুনের তীব্রতার কারণে যেতে পারিনি। আমি এখন পথে বসে গেছি। আমার সব পুড়ে গেছে। চোখের সামনে এই ঘটনা ঘটেছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) নীলক্ষেতের বইয়ের মার্কেট লাগা আগুন নিয়ন্ত্রণের পর এসব কথা বলেন হাফসা বুক স্টলের মালিক হাবিবুর রহমান।
তিনি বলেন, আমার দোকানে কম দামি কোনো বই নেই। আমি সব ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের বই বিক্রি করতাম। দোকানে প্রায় ১০-১২ লাখ টাকার বই ছিল। এর মধ্যে আজই কিছু নতুন বই দোকানে তুলে ছিলাম। আগামীকাল মার্কেট খুলবে, বই বিক্রি করব এই আশা করেছিলাম। কিন্তু আমার চোখের সামনে সব পুড়ে ছাই হয়ে গেছে। ভেতরে একটি বইও বাকি নেই, সব পুড়েছে। আমি এখন শেষ। আমার আর কিছু বাকি নাই। এই আগুন আমার জীবনের সব কেড়ে নিয়েছে।
আগুনে ক্ষতিগ্রস্ত অন্য দোকানিরা বলছেন, মঙ্গলবার ছুটির দিন হওয়ায় আগুনে বেশি ক্ষতি হয়েছে। দোকান বন্ধ থাকায় কেউ ভেতরে যেতে পারেনি। তাই যে দোকানে আগুন লেগেছে সেই দোকানই পুড়ে শেষ হয়েছে।
বিএ/২৩ ফেব্রুয়ারী